
চাঁদের আরো কাছাকাছি এখন চন্দ্রযান-২। আজ বুধবার সকাল ৯টা ০৪মিনিটে চাঁদকে একবার প্রদক্ষিণ করে নয়া কক্ষপথে ঢুকে গেছে সে। এমনটাই ছিল ইসরোর পরিকল্পনা। সেদিক থেকে আপাতত সবকিছু পরিকল্পনামাফিকই এগোচ্ছে বলা যায়। চন্দ্রযানের এই সাফল্যে স্বাভাবিক ভাবেই ভীষণ খুশি ইসরো সহ দেশের সাধারণ মানুষ।
চন্দ্রযান ২ বোর্ড প্রপালসন সিস্টেমের মাধ্যমে নিজেকে চাঁদের কক্ষপথে অবস্থান করাতে সক্ষম হয়। এখন সে ১৭৯কিমি X ১৪১২কিমি দূর থেকে প্রদক্ষিণ করছে। পরিকল্পনামাফিক চললে এই মাসের ৩০শে আগস্ট সে একবার প্রদক্ষিণ করে আবার নয়া কক্ষপথে ঢুকে যাবে। ৭ই সেপ্টেম্বর সে চাঁদের মাটি স্পর্শ করবে এমনটাই জানিয়েছে ইসরোর তরফ থেকে।
#ISRO
Third Lunar bound orbit maneuver for Chandrayaan-2 spacecraft was performed successfully today (August 28, 2019) at 0904 hrs IST.For details please visit https://t.co/EZPlOSLap8 pic.twitter.com/x1DYGPPszw
— ISRO (@isro) August 28, 2019