গত কয়েকদিন ধরে রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিককে জেরার পরেও সন্তুষ্ট নয় কেন্দ্রীয় গোয়েন্দারা। তারা দুজনেরই পলিগ্রাফ টেস্ট করানোর কথা ভাবছে বলে জানা গেছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করছে সিবিআই এবং সেই সঙ্গে আর্থিক তছরূপের বিষয়টি তদন্ত করছে ইডি। এর মধ্যেই মাদক চক্রের যোগাযোগ পাওয়ায় নারকটিক্স ব্যুরো ও তদন্ত শুরু করেছে। সবমিলিয়ে ভালোই ফেঁসেছেন রিয়া।
বিগত দুদিনে দশঘন্টারও বেশি সময় ধরে জেরা করা হয়েছে রিয়াকে তবে তার উত্তরে খুশি নয় তদন্তকারীরা। সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি, সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা থেকে শুরু করে সুশান্তের দিদি মিতু সিংকেও জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা।
তদন্তকারীদের মতে আর দুদিন রিয়াকে জিজ্ঞাসাবাদ করার পরেও যদি তারা সন্তুষ্ট না হয় তাহলে পলিগ্রাফ টেস্ট করানো হবে। প্রসঙ্গত নেটদুনিয়ায় এই খবরও রটেছে তদন্তকারীরা নাকি চড় মেরেছেন রিয়াকে। তবে রিয়ার একজন ঘনিষ্ঠ জানিয়েছেন এই খবর সম্পুর্ন মিথ্যা।