দুঃসহ গরমে নেটদুনিয়ায় ঘুরছে উট! বাঁকুড়া থেকে ব্যারাকপুর, বাদ গেলো না পুরুলিয়াও

গরমে নাজেহাল বাংলা, যত দিন যাচ্ছে গরম যেন বেড়েই চলেছে। রাজ্যের কিছু প্রান্তে বৃষ্টির দেখা মিললেও অধিকাংশ জেলাই পুড়ছে এই দুঃসহ গরমে। প্রায় সমস্ত জেলাই অপেক্ষা করছে বৃষ্টির কিন্তু বৃষ্টির দেখা কবে মিলবে তা বলবে সময় কিন্তু নেটদুনিয়ার সৌজন্যে উটের দেখা মিলছে বিভিন্ন জেলায় জেলায়।

- Advertisement -

অবাক হলেও এটাই সত্যি, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বিভিন্ন এডিট করা ছবি যেখানে দেখা যাচ্ছে উট। বাংলার গরম কে তুলনা করা হচ্ছে দুবাই অথবা রাজাস্থানের সাথে তাই এই উটের পোস্ট। যদিও এই এডিটেড পোস্ট গুলো নিছকই মজার ছলে তবুও বাংলার মানুষ এই পোস্ট গুলো কে ভাইরাল করছে সোশ্যাল মিডিয়ায়।

রাজ্যের বাঁকুড়া থেকে ব্যারাকপুর, বাদ যাচ্ছেনা পুরুলিয়াও এই এডিট করা পোস্টের তালিকায়। সোশ্যাল মিডিয়ায় এই ধরণের পোস্ট যে এখন ট্রেন্ডে তা আর বলার অপেক্ষা রাখে না। কখনো স্টেশনের বাইরে টোটোর পরিবর্তে উট তো কখনো রাস্তায় হাঁটছে উট, প্রায় সব ধরণের পোস্টই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে উট কে ঘিরে।

আরোও পড়ুন :