নরেন্দ্র মোদিকে চিঠি লিখে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন অভিমানী অভিনেতা জয়


সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার বিজেপি ছাড়তে চলেছেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালেরও আগে থেকে বিজেপির সাথে যুক্ত জয় সক্রিয় ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন জায়গায় ভাষণ দিতে গিয়ে বিতর্কিত মন্তব্যও করেছেন তিনি তবে এবার অভিমানী অভিনেতা জয় নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে নিজের সিধান্তের কথা জানিয়ে দিলেন।

- Advertisement -

২০১৭ সালে জয়কে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য করা হয় কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে রজীব বন্দোপাধ্যায় বিজেপিতে আসার পর সেই পদ থেকে জয়কে সরিয়ে রাজীবকে বসানো হয় যা নিয়ে বিস্তর অভিমান রয়েছে জয়ের। রাজীব যে কতবড় বেইমান সেইকথা জয় উল্লেখ করেছেন।

বহুবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোটে দাঁড়িয়েও জয়লাভ করতে অক্ষম জয় বলেছেন তার শরীর খারাপের সময়েও দলের থেকে কোন সাহায্য পাননি তিনি, কেউ তার পাশে ছিলনা। ফলে একরাশ খারাপ লাগাকে বুকে নিয়ে দল থেকে সরে যেতে যান তিনি।

আরোও পড়ুন :