২০২১ এ ভরাডুবি হয়েছে বঙ্গ বিজেপির। ২০০ আসনের স্বপ্ন নিয়ে এসে থামতে হয়েছে ৭৭এ ফলে স্বাভাবিকভাবেই বাংলার বিজেপি সেভাবে সংগঠন তৈরি করে উঠতে পারেনি তা একপ্রকার প্রমাণিত। তবে এভাবে আর কতদিন? সামনেই চব্বিশের লোকসভা ভোট। তার আগে কড়া টক্কর দিতে চায় বিজেপি।
আর এই উদ্দেশ্যেই এবার বেশ গুছিয়ে সামনের দিকে এগোতে চাইছে গেরুয়া শিবির। সম্প্রতি রাজ্যে বেশ বেকায়দায় তৃণমূল সরকার। SSC কেলেঙ্কারি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় এখন রয়েছে জেলে। অন্যদিকে দলের দাপুটে নেতা অনুব্রত মন্ডল কে সিবিআই ফের তলব করেছে। সবমিলিয়ে একপ্রকার বেশ চাপে মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বিষয়গুলিকে সামনে রেখে মানুষের কাছ থেকে বিশ্বাস আদায় করতে মরিয়া গেরুয়া শিবির। এই সুযোগ গুলিকে কাজে লাগিয়ে চব্বিশের লোকসভা ভোটে বাংলা থেকে যাতে আরো বেশি আসন পাওয়া যায় সেই চেষ্টায় রয়েছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেরা।
SSC যোগ্য চাকরিপ্রার্থীদের কবে চাকরি দেওয়া হবে সেই নিয়ে বিজেপি পথে নেমেছে, সেই সাথে অনুব্রত মণ্ডলের সিবিআই কেন গ্রেফতার করছেনা সেই প্রশ্নও তুলেছেন রাজ্য বিজেপির নেতারা।
সম্প্রতি একশো দিনের কাজের টাকা এবং বকেয়া জিএসটির টাকা পাওয়ার জন্য নীতি আয়োগের বৈঠকে গেছিলেন মমতা বন্দোপাধ্যায়। সেখানে তিনি একান্তে নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছেন এবং সেই সাথে চিঠিও দিয়েছেন টাকা চেয়ে। আগামী দিনে রাজ্যের সাথে কেন্দ্রের ফাটল আরো চওড়া হয় কি না সেটাই দেখার।