রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি বিভাগে কর্মী নিয়োগের ক্ষেত্রে আকাশছোঁয়া দুর্নীতি রয়েছে সেই বিষয়ে আগেই সচেষ্ট হয়েছিল কলকাতা হাইকোর্ট। SSC এর ৫৭৩ জন কর্মীকে বেতন দেওয়া আগেই বন্ধ করা হয়েছিল। এবার তাদের বরখাস্ত করলো হাইকোর্ট। এর আগে এত জনকে একসাথে বরখাস্ত করার ঘটনা ঘটেনি রাজ্যে।
২০১৬ সালে রাজ্যে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৩,০০০ জনকে নিয়োগ করা হয় এবং এই প্যানেলের মেয়াদ শেষ হয় ২০১৯ সালে। তবে এরপরেও অনেককে নিয়োগ করা হয়ছে এবং টাকার বিনিময়ে অনেক কে চাকরিতে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ আসতে শুরু করে। প্রথমে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ঘটনার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেয়। পরে ssc সেই রায়কে চ্যালেঞ্জ করলে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে আলাদা কমিটি গঠিত হয় তদন্তের উদ্দেশ্যে।
সেই কমিটির রিপোর্ট অনুযায়ী ssc গ্রুপ D র ৫৭৩ জন কর্মীকে আজ বরখাস্ত করেছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি উক্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৪ই ফেব্রুয়ারির মধ্যে কারা যুক্ত দুর্নীতির সাথে, টাকার বিনিময়ে নিয়োগ কতটা হয়েছে এবং আরো কারা কারা এর পেছনে রয়েছে তা জানাতে। সরকারি চাকরিতে দুর্নীতি ঠেকাতে এই পদক্ষেপ ইতিবাচক সে বিষয়ে কোন সন্দেহ নেই।
বিগ ব্রেকিং: SSC Group D তে বড়োসড়ো দুর্নীতি! ৫৭৩ জনের চাকরি খারিজের নির্দেশ
আরোও পড়ুন :