বিগত কয়েক মাস ধরে রাজ্য জুড়ে ভাইরাল একটি গান ‘কাঁচাবাদাম’। ভুবন বাদ্যকর নামে জনৈক বাদাম বিক্রেতা নিজের মত করে গান বেঁধে বাদাম বিক্রি করে থাকেন। সেইসময় তিনি ‘কাঁচাবাদাম’ গানটি গেয়েছিলেন। এই সময় কোন এক ব্যক্তি সেটি ভিডিও করে আপলোড করে দেন সোশ্যাল মিডিয়ায়।
এরপর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এবার রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয়তা পেয়েছে এই গান। ব্রাজিল, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াতেও মানুষ এই গানের তালে কোমড় দুলিয়েছেন। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই এই গানের সাথে রিল বানিয়ে তা আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়।
কিছুদিন আগেই সম্প্রতি ইলামবাজারে একটি অনুষ্ঠানে তিনি জানিয়ে দিয়েছেন আর বাদাম বিক্রি করবেন না তিনি। ভুবন বাবুর কথায়, “আমি এখন সেলিব্রিটি হয়ে গিয়েছি। এখন বাদাম বিক্রি করলে সবাই ঘিরে ধরবে, বাদামই বিক্রি হবে না। আর আপনাদের কাছে যখন পৌঁছে গিয়েছি, তখন আশা করি বাদাম আর বিক্রি করতে হবে না।” ইতিমধ্যেই ‘গোধূলী’ নামের একটি মিউজিক কোম্পানি এই গানের কপিরাইট কিনে নিয়েছে। তাদের সাথে তিন লক্ষ টাকার চুক্তি হয়েছে ভুবন বাবুর।
তবে এবার সত্যি সত্যিই আন্তর্জাতিক মঞ্চে নিজেকে উপস্থাপন করতে চলেছেন ভুবন বাদ্যকর। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী একজন জনপ্রিয় র্যাপারের সাথে কথা হয়েছে ভুবন বাবুর। তার এজেন্ট কথা বলেছে বাদামকাকুর সাথে। খুব তাড়াতাড়ি তার সাথে কাজ করবে ওই বিখ্যাত র্যাপার।
এই খবরের সত্যতা সম্পর্কে যদিও নিশ্চিত হওয়া যায়নি। র্যাপারটি কে সেই বিষয়েও এখনও কিছু জানা যায়নি। ভুবন বাদ্যকরের থেকেও এই বিষয়ে কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে খুব তাড়াতাড়ি যে আবার নতুন ভাবে দেখতে পাওয়া যাবে বাদাম কাকুকে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত আগামী জীবনে গান গাইতেই চান চুবন বাদ্যকর। তার এই স্বপ্ন সত্যি হয় কি না সেটাই দেখার।