
রোজকার নানা কাজকর্ম, জীবনের প্রতি মুহুর্তের আপডেট আমরা বন্দি করে রাখি ফেসবুক প্রোফাইলে। পছন্দের মানুষের সাথে চ্যাট করার পাশাপাশি নতুন বন্ধু বানানো এবং নির্ভেজাল সময় কাটানো সমস্তটাই হয় সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ এটাকে শুধু টাইম পাসের অস্ত্র হিসেবে ধরলেও কেউ কেউ আবার অনেক বেশি কানেক্টেড হয়ে পড়ে এখানে। নিজের পার্সোনাল অনেক তথ্যও শেয়ার করে ফেলে নিজের ভরসাযোগ্য ব্যক্তিকে। কথাগুলো সে জানলে হয়তো কোন সমস্যা নেই কিন্তু সমস্যা দ্বিতীয় কেউ জেনে গেলে। কীভাবে? ধরুন যদি আপনার ফেসবুক প্রোফাইল হ্যাক হয়ে যায়, তখন কী করবেন? আপনার পার্সোনাল সমস্ত কিছু অন্য কারোর হস্তগত হওয়া ঠিক নয়। কিন্তু যদি হঠাৎ এমনটা ঘটে তখন সাবধান হতে হবে আপনাকেই।
অন্যান্য অনেক সাইটের মতো ফেসবুকেরও রয়েছে দুই স্তরের তথ্য যাচাইয়ের পর প্রবেশের পদ্ধতি যাকে বলে ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশন। এতে শুধু পাসওয়ার্ডে কাজ হবে না, পাসওয়ার্ড দেওয়ার পর আপনার মোবাইল ফোনে একটি বার্তায় ফেসবুক সঙ্গে সঙ্গে একটি কোড পাঠাবে, ওই কোডটি দিতে পারলেই আপনি ফেসবুকে প্রবেশ করতে পারবেন। আপনার ফোন যেহেতু আপনার কাছে, অন্য কারো ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে প্রবেশর সুযোগ থাকছে না।
আগে থেকে সাবধান হলে ফেসবুক প্রোফাইল হ্যাক থেকে বাঁচানো সম্ভব। কেউ আপনার অ্যাকাউন্টে অনুপ্রবেশ করেছে কি না তা বোঝার সবচেয়ে মোক্ষম উপায় হচ্ছে লগইন ডিভাইসগুলো দেখা। কোন কোন পিসি, ট্যাব অথবা মোবাইল থেকে আপনি লগইন করেছেন তা এখানে গেলে দেখতে পাবেন, অপরিচিত কোনো ডিভাইস দেখলে রিমুভ বাটনে ক্লিক করে দিতে হবে। আপনার অ্যাকাউন্টের সেটিংস অপশনে গিয়ে ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’ পাতায় ক্লিক করলে যেসব ডিভাইস থেকে আপনি ফেসবুকে প্রবেশ করেছিলেন সেগুলোর তালিকা আসবে। দিন-তারিখসহ অনেক ক্ষেত্রে লোকেশনও দেখাবে। সেখানে যদি কোনো অপরিচিত ডিভাইস দেখতে পান যেটি দিয়ে আপনি ফেসবুকে প্রবেশ করেননি সেটি ‘রিমুভ’ বা লগআউট করে দিন।
ফেসবুক বলছে, তারা আক্রান্ত অ্যাকাউন্টগুলোকে ঝুঁকিমুক্ত করতে সক্ষম হয়েছে। অতএব কারো পাসওয়ার্ড পরিবর্তনের বাধ্যবাধকতা নেই। তবে কেউ যদি দুর্বল পাসওয়ার্ড দিয়ে রাখেন অথবা দেখে থাকেন অপরিচিত কোনো ডিভাইস থেকে কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে তাহলে বদলে নিতে পারেন পাসওয়ার্ডটি। একটু জটিল ধরনের পাসওয়ার্ড দিয়ে দিন। দিতে পারেন প্রিয় কোনো বাক্যের সংক্ষিপ্ত রূপ। তবে পাসওয়ার্ড জটিল করতে সংখ্যা এবং ছোট হাতের বড় হাতের হরফ মিলিয়ে পাসওয়ার্ডটি দিতে পারেন।