
সামুদ্রিক পাখি ‘গ্যানেটের’ কথা চিন্তাভাবনা করেই বেঙ্গালুরুর ‘স্যার এম বিশ্বেসরাইয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির কয়েকজন ছাত্র মিলে ২ কিলো ৬০০ গ্রামের এক বিশেষ প্রকারের ড্রোন তৈরী করেছে, যা আকাশে ওড়ার পাশাপাশি, জলের ২০ মিটার গভীরে ঢুকেও সমানভাবেই চলতে পারে এবং ছবি ও ভিডিও তুলতে সক্ষম। এমনকি ছাত্রদের হাতে তৈরী এই বিশেষ ড্রোনটি ভারতীয় বিমান বাহিনীর ২০১৯ – এর ‘ এরো ইন্ডিয়া’ প্রদর্শনীতে সেরা কলেজ প্রোজেক্ট হিসাবে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি পুরস্কার হিসাবে ওই কলেজের ছাত্ররা দু’লক্ষ টাকাও পেয়েছেন। জানা গেছে, এই ড্রোনটি আকাশে মিনিট ২০ ওড়ার পরেও জলের নীচে টানা প্রায় ৪-৫ ঘন্টা অনায়াসেই চলতে পারবে।
এই প্রোজেক্টের সাথে যুক্ত থাকা এমভিআইটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শিববরুণ সিংহ রাজপুত বলেছেন যে, ‘‘এই ড্রোনটি যাতে আকাশে উড়তে পারে তার জন্য ‘নেভিগেশনাল উইংস’ লাগিয়েছি, এবং তার পাশাপাশিই জলের তলায় চলার জন্য ও আলাদা করে এতে আমার ‘প্রপেলার’ ও লাগিয়েছি।’’
বাণিজ্যিকভাবে ও যাতে এই বিশেষ ‘ড্রোন’ ব্যবহার করা যায়, তার জন্য এই ছাত্রের দল ‘বম্বে আইআইটি’ – র সাথে কথাবার্তা চালাচ্ছেন, এবং তাঁরা আশাবাদী যে, এই নিত্যনতুন পদ্ধতির ড্রোন বাজারে এলে তা ফিশারি শিল্প ও নদী সমুদ্রে নজরদারির কাজে অনেকটাই সুবিধা করে দেবে।