মদের দোকানে এতো ভিড় কিন্তু অসহায় শ্রমিকদের বেলায় যত নিয়ম! প্রশ্ন করলেন দেব

Image Source : Google

লকডাউনের পর থেকেই দেশে পরিযায়ী শ্রমিকদের নকয়ে শুরু হয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে তরজা, একাধিক জটিলতা। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন অমিত শাহ। শনিবার থেকেই শুরু হয়েছে এই তরজা। তবে এবার জল্পনা উস্কে দিলেন অভিনেতা সাংসদ দেব।

- Advertisement -

সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘আমার মনে হয়, সপ্তাহে কমপক্ষে একবার ট্রেন পরিষেবা চালু করা উচিত, যাতে নিজেরাই ঘরে ফিরতে পারেন পরিযায়ী শ্রমিকরা এবং কোনও সরকারই একে অপরকে দোষারোপ করতে না পারে।’’

একই সঙ্গে অনেক মানুষ ট্রেনে সওয়ার হলে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে যুক্তি দেখিয়েছেন কেউ কেউ। তখন তাদেরকে দেব বলেন, “ট্রেনে ভিড় হওয়া অথবা সামাজিক দূরত্ব বজায় না রাখা নিয়ে দুশ্চিন্তা হলে বলে রাখি, মদের দোকানগুলিতে কী এর চেয়ে বেশি ভিড় হচ্ছে না? ফের ভেবে দেখুন।’’

আরোও পড়ুন :