ধোনিকে খেলানোর জন্য BCCI -র কাছে অনুমতি চাইল বাংলাদেশ বোর্ড

Image Source : Google

বিশ্বকাপের পর থেকে আর মহেন্দ্র সিং ধোনিকে দেখা যায়নি ক্রিকেট মাঠে। তাঁর ভক্তরা ধোনিকে আরেকবার ব্যাট হাতে মাঠে নামার জন্য অপেক্ষা করছে। কিন্তু এমন আর কবে হবে সেটা কেউ জানেনা।

- Advertisement -

কবে আবার তিনি ব্যাট হাতে বল শাসন করবেন তার জন্য মুখিয়ে আছে গোটা বিশ্বে তাঁর অগণিত ফ্যান। তবে এই সময় আর খুব বেশিদিন স্থায়ী হবেনা। এশিয়া ইলেভেনের জন্য বাংলাদেশ bcci এর কাছে ধোনি সমেত আরো ৬ জন ক্রিকেটারকে চেয়েছে।

সেই দলে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার। ১৮-২১ মার্চ এই টুর্নামেন্ট হবে। এই টুর্নামেন্টে আবার দেখা যেতে পারে ব্যাট হাতে ধোনিকে।

আরোও পড়ুন :