সব টাকা পার্থর, তিনি কিছু জানতেন না বলে দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়


বর্তমানে পার্থ-অর্পিতা কে নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা নগদ উদ্ধার করেছে ইডি। এমন ঘটনা এর আগে কেউ দেখেনি বাংলায়। ট্রাঙ্কে ভরে ভরে নিয়ে যাওয়া হয়েছে টাকা। মাত্র দুটি বাড়ি তে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি এছাড়াও রয়েছে সোনার বাট এবং বিদেশি মুদ্রা, জমির দলিল ইত্যাদি।

- Advertisement -

বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। জেরায় অর্পিতার মুখ থেকেই বেলঘরিয়ার ফ্ল্যাটের সম্পর্কে জানতে পেরেছিল ইডি। সেখানে তল্লাশি চালিয়ে তাদের চক্ষু চড়কগাছ। তবে ইডি জানিয়েছে অর্পিতা প্রথম থেকেই তদন্তে সাহায্য করছে।

বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তা পার্থর বলে জানিয়েছেন অর্পিতা। তিনি জানিয়েছেন ওই ফ্ল্যাটে কত টাকা আছে তা তিনি জানতেননা এবং যে ঘরে টাকা রাখা ছিল সেখানে প্রবেশ করা তার নিষেধ ছিল ফলে বেলঘরিয়া থেকে উদ্ধার হওয়া টাকা বা সোনা কোনটাই তার নয়।

অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, কিছু লোক এসে ওই ফ্ল্যাটে জিনিসপত্র রেখে চলে যেত, তারা কী রাখত সে বিষয়ে তিনি জানতেননা এবং ওই ফ্ল্যাটে তিনি বেশি যাননি। একথা অবশ্য ঠিক। বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটের প্রতিবেশীরা অবশ্য অর্পিতাকে দেখেইনি ফ্ল্যাটে কখনও।

ইডির দাবি প্রায় ১২০ কোটি টাকার দুর্নিতি হয়েছে যার মধ্যে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা নগদ। এছাড়াও রয়েছে সোনা জমির দলিল ইত্যাদি। বাকি টাকার হদিশ পেতে তদন্ত করছে ইডি। এখনও পার্থর একাধিক ডেরার ঠিকানা রয়েছে তাদের কাছে।

আরোও পড়ুন :