- Advertisement -
কোথাও কেটে গেলে বা ছড়ে গেলে আমরা সেখানে ফটকিরি লাগিয়ে দিয়ে থাকি। সেলুনে ফটকিরির ব্যবহার দেখতে পাওয়া যায়। কিন্তু জানেন কি এই এক টুকরো ফটকরির জন্য বদলে যেতে পারে আপনার ভাগ্য? দুর্ভাগ্যের চাকা ঘুরিয়ে আপনার জীবনে আসতে পারে সৌভাগ্যের ছায়া।আসুন তাহলে জেনে নেওয়া যাক,
কিছুটা ফটকিরি বাথরুমের যে কোনও এক জায়গায় যদি রেখে দেন এবং সপ্তাহে বা মাসে একবার তা বদলে দেন তাহলেএর ফলে ঘরের যত রকম নেগেটিভ শক্তি রয়েছে সব দূর হয়ে যাবে।
বাড়িতে নিত্য কলহ লেগেই রয়েছে? সে ক্ষেত্রে ফটকিরি গুঁড়ো করে বাড়ির সব ঘরের কোণে ছড়িয়ে দিতে হবে। এর ফলে অশান্তি অনেকটা কমে যাবে।
নেগেটিভ শক্তির হাত থেকে রক্ষা পেতে বিছানার পাশে মাথার কাছে এক টুকরো ফটকিরি রাখতে পারেন।
কারোর নজর দোষ থেকে বাচঁতেও ফিটকিরির ব্যবহার গুরুত্বপূর্ণ।
আরোও পড়ুন :