- Advertisement -
অতিরিক্ত ভদ্রতার মাশুল একবার দিতে হয়েছিল বলিউডের অন্যতম হেভিওয়েট হিরো অক্ষয় কুমারকে। কেরিয়ারের প্রথম দিকে যখন তিনি সকলের পরিচিত অক্ষয় কুমার হয়ে ওঠেননি তখন একটি মেয়েকে ডেট করেছিলেন অক্ষয়। কিন্তু চার পাঁচ বার ডেটে যাওয়ার পরই ব্রেকআপ করে নেয় মেয়েটি। কিন্তু কেন?
কারণ মেয়েটি আশা করেছিলেন অক্ষয় অনন্ত একবার তাকে চুমু খাবেন বা কাঁধে হাত রাখবেন কিন্তু সেসময়ে অক্ষয় তেমন কিছুই করেননি। ফলে অক্ষয়কে চরম আন রোমান্টিক ভেবে বিদায় নেয় সেই মেয়েটি।
জনপ্রিয় এক রিয়্যালিটি শোয়ে এসে এই বিষয়েই স্মৃতিচারণা করেছিলেন অক্ষয় কুমার। সেই ভিডিও আবার নতুন করে ভাইরাল নেটিজেনদের মধ্যে।
আরোও পড়ুন :