তাপস পালের অকাল প্রয়াণে শোকাহত বাবুল, বললেন অবাক করা কথা

Image Source : Google

রাজনীতির ময়দানে একে অপরের প্রতিদ্বন্দী হলেও তাপস পালের অকাল প্রয়াণে শোকাহত হয়ে পড়লেন বাবুল সুপ্রিয়। মঙ্গলবার ভোর ৩টে বেজে ৩৫ মিনিটে মাত্র ৬১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তাপস পাল। তারপর থেকেই টলিউড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

- Advertisement -

১ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তাপস পাল। ছিলেন ভেন্টিলেশনে। তারপর অবস্থার কিছু উন্নতি হওয়ায় তাঁকে আইসিইউ তে নিয়ে যাওয়া হয়। তারপর সোমবার তার অবস্থার আবার অবনতি ঘটে। অবশেষে মঙ্গলবার ভোরবেলা মারা যান তিনি।

তাপস পালের এই অকালপ্রয়াণে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ‘তাপস পালের মতো মানুষ, একটু বিপজ্জনক পরিস্থিতির শিকার হলেন।’ ২০০১ সাল থেকে রাজনীতিতে যোগ দেন তাপস পাল তারপর থেকে সাফল্য এসেছিলো আশাতীত ভাবেই। কিন্তু ২০১৪ সালে তাঁর একটি ভাষণে ভুলভাল কথা বলায় শেষ হয়ে গেছিলো রাজনৈতিক কেরিয়ার। বারবার ক্ষমা চাওয়া সত্ত্বেও কোনো ফল মেলেনি।

আরোও পড়ুন :