তিনটে বিয়ে করেছেন এই ব্যাক্তি, চতুর্থ বিয়ের সময় কি হল জানলে আপনি চমকে উঠবেন

Image Source : Google

কখনও বা তিনি অভিজিৎ মণ্ডল নামে, আবার কখনও বা তিনি মুজিবুর রহমান নামে পরিচিত। ঠিক এইভাবেই নাম বদলে কাগজে বিজ্ঞাপন দিয়ে ইতিমধ্যেই চারটি বিয়ে করেছেন এই ব্যাক্তি।শুধুমাত্র বিয়েই নয়, বিয়ের সাথে সাথেই সে টোপ পেতেছিল চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর। ঠিক এমনই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এভাবে একের পরে এক অভিযোগ দায়ের হওয়ার পরে শেষ পর্যন্ত সেই অভিযুক্ত যুবককে দিঘা থেকে গ্রেফতার করেছে সরশুনা থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর , অভিজিৎ মণ্ডল ওরফে মুজিবর রহমান নামে ওই যুবক জীবনে মোট চারটি বিয়ে করেছেন। তার মধ্যে প্রথম তিনটি বিয়ে সে মুজিবর রহমান নামে করেছে। আর চতুর্থ বিয়েটা সে করেছিল অভিজিৎ মণ্ডল পরিচয় দিয়ে। আবার জানলে অবাক হবেন, বিয়ে করার জন্য তিনি আবার কাগজে বিজ্ঞাপনও দিত।তবে শুধু এখানেই শেষ নয়। বিয়ের জন্য পাত্রপাত্রী জোগাড় করে দেওয়ার কাজ ও করত এই যুবক। নিজেকে রীতিমত সিআরপিএফ-এর কর্মী বলেই সবার কাছে পরিচয় দিত সে। সরকারি চাকরি দেবেন বলে অনেকের কাছ থেকেই সে একটা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এই যুবকের বিরুদ্ধে।

- Advertisement -

অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে সরশুনা থানায় বিয়ে এবং চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার মতো আরও একাধিক প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু তদন্তে নেমেও সেই অভিযুক্তকে পুলিশ ধরতে পারছিলনা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দিঘার একটি হোটেল থেকে অভিযুক্ত সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দিঘার ওই হোটেলে ওই অভিযুক্ত এক মহিলার সঙ্গে উঠেছিল বলে জানা গেছে। এটাও জানা গিয়েছে যে, অভিযুক্তের আধার কার্ডে মুজিবর রহমান নামটাই রয়েছে। আবার ভোটার তাঁর নাম রয়েছে অভিজিৎ মণ্ডল নামে। ছ’টি মোবাইল থেকে এই অভিযুক্ত তাঁর প্রতারণার কারবার চালাত বলে জানতে পেরেছে পুলিশ। ধৃতকে এ দিন আলিপুর আদালতে তোলা হয়েছে।

আরোও পড়ুন :