বর্তমান সময়ে ওয়েবসিরিজের বাড়বাড়ন্ত গোটা বিশ্বজুড়ে। আগে শুধুমাত্র সিনেমাহলে গিয়েই সিনেমা দেখা যেত নাহলে টেলিভিশন চ্যানেলে সিনেমার জন্য বসে থাকতে হত মানুষকে। কিন্তু এখন মুঠোফোনে আঙুলের ছোঁয়াতেই নিমেষে চলে আসে হাজার হাজার কন্টেন্ট। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ নিয়েও মানুষের মধ্যে কাজ করে সমান উন্মাদনা।
বর্তমানে দেশজুড়ে গজিয়ে উঠেছে নানা ওটিটি প্ল্যাটফর্ম। আর ওয়েব সিরিজে কাজ করেই মানুষের কাছে বেশ পরিচিত হয়েছেন বঙ্গতনয়া স্নেহা পাল। হিট ওয়েব সিরিজ হল ‘চাউল হাউস’ (Chawl House) যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্নেহা। ওয়েবসইরিজটি প্রাপ্তবয়স্কদের জন্য, ফলে সেখানে যে বেশ উষ্ণ দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী তা আর বলার অপেক্ষা রাখেনা।
এই সিরিজের প্রথম সিজন বেশ জনপ্রিয়তা ফেলেছিল ভক্তদের মধ্যে এবং দ্বিতীয় সিরিজও বেশ জনপ্রিয়তা পেয়েছে সেকথা বলাই বাহুল্য। ‘চাউল হাউস’ ছাড়াও আরো বেশ কিছু সিরিজে অভিনয় করে মানুষের মন জয় করেছেন অভিনেত্রী স্নেহা।
সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ জনপ্রিয়। মাঝেমধ্যেই সেখানে আপলোড করে থাকেন নিজের ছবি ও ভিডিও যা সহজেই ভাইরাল হয়ে যায় তার ভক্তদের মধ্যে। ‘উল্লু’তে কাজ করার সুবাদে স্নেহার ফ্যান ফলোয়িং বেশ বড় তা নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই ফলে স্বাভাবিক ভাবেই দিন দিন আরো জনপ্রিয়তা পাচ্ছেন তিনি।
সম্প্রতি কালো রঙের উষ্ণ পোশাকে একটি ভিডিও আপলোড করলেন অভিনেত্রী স্নেহা পাল। ভিডিওটি আসলে তার কিছু ছবির কোলাজ। এই ভিডিওটি আপলোড করে নিজের ফ্যানদের ‘শুভরাত্রি’ উইশ করেছেন অভিনেত্রী।