বিকিনিতে আরো একবার ছবি পোস্ট করলেন অভিনেত্রী ঈশা গুপ্ত!


বলিউড অভিনেত্রী ঈশা গুপ্ত দর্শকদের কাছে বেশ পরিচিত মুখ। এখন বড় পর্দায় খুব একটা দেখা না গেলেও একসময় একাধিক ছবিতে ইমরান হাশমির সাথে স্ক্রিন শেয়ার করেছেন ঈশা যার ফলে স্বাভাবিক ভাবেই ভারতীয় দর্শকদের কাছে পরিচিত মুখ তিনি। অভিনেত্রী কেরিয়ারের দ্বিতীয় ইনিংসের শুরু করেছেন ওয়েব সিরিজ দিয়ে।

- Advertisement -

সোশ্যাল মিডিয়ায় ৮ মিলিয়নেরও বেশি ফলোয়ার্স ঈশার। এর থেকেই বোঝা যায় নেটিজেনদের মধ্যে কতটা জনপ্রিয় তিনি। ষাট লক্ষেরও বেশি মানুষ প্রতি মুহুর্তে নজর রাখেন অভিনেত্রীর প্রোফাইলে।

আর ভক্তদের জন্যই মাঝেমধ্যে সেখানে নিজের যাবতীয় আপডেট দিয়ে থাকেন ঈশা। যার জন্য মাঝেমধ্যে জড়িয়ে পড়েন বিতর্কেও। তবে এবার একদমই অন্যভাবে সকলের সামনে নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী ঈশা গুপ্ত।

বিকিনি পড়েই ছবি আপলোড করলেন ঈশা যা নিমেষেই ভাইরাল হয়ে গেল তার ভক্তদের মধ্যে। বলিউডে দীর্ঘদিন কাজ করার সুবাদে দেশজুড়ে অসঙ্খ্য মানুষ ঈশার ফ্যান সে কথা আর বলার অপেক্ষা রাখেনা। সম্প্রতি ‘আশ্রম ৩’ ওয়েবসিরিজে কাজ করে ফের একবার মানুষের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।

এই প্রথম নয়! এর আগেও একাধিকবার সাহসি পোশাকে মানুষের সামনে এসেছেন ঈশা। ‘আশ্রম’ ওয়েওবসিরিজে তাকে বেশ উত্তেজক দৃশ্যে অভিনয় করতে দেখেছে মানুষ। আগামী দিনে তিনি আবার কবে ক্যামেরার সামনে আসবেন এই প্রতীক্ষাতেই রয়েছেন অনেকেই।

আরোও পড়ুন :