টলিউড অভিনেতা যশকে নিয়ে মানুষের মধ্যে চর্চার কোন অন্ত নেই। প্রথমে মেগা সিরিয়াল দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন যশ। সেইসময় বাংলার বহু মেয়ের হার্টথ্রব ছিলেন তিনি। এরপরে বড় পর্দায় তার আবির্ভাব ঘটে এবং বাড়তে থাকে জনপ্রিয়তা। এরপরে নুসরত জাহানের সাথে যশের সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘চিনেবাদাম’ ছবিটি যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এতে যশের কেরিয়ারে খুব একটা ক্ষতি হয়নি। উল্টে এবার বলিউড থেকে ডাক পেয়েছেন অভিনেতা। শোনা যাচ্ছে বলিউডের বড় বাজেটের ছবিতে দেখা যাবে যশকে। ইতিমধ্যে ছবির বেশ কিছু অংশের শ্যুটিং শেষ হয়ে গেছে।
প্রথমে শোনা যাচ্ছিল যশই নাকি ছবির হিরো, তবে এখন জানা যাচ্ছে এই তথ্য ভুল। নায়কের পাশে পার্শ্বচরিত্রে দেখা যাবে যশকে। অফিসিয়ালি নায়ক এখনও কিছু জানাননি। তবে শোনা যাচ্ছিল টি সিরিজের কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমার থাকবেন যশের বিপরীতে। এই তথ্যও যে ভুল ছিল তার আর অবকাশ নেই।
তবে সময় আসলেই মানুষ সব জানতে পারবে বলে জানিয়েছেন অভিনেতা। এখন জোরকদমে চলছে ছবির কাজ। কিছুদিন আগেই ‘চিনেবাদাম’ ছবিটি মুখ থুবড়ে পড়ার পর পরিচালকের সাথেও বিতর্কে জড়িয়ে পড়েছেন যশ। পরিচালক শিলাদিত্য মৌলিকের বিরুদ্ধে মোটা টাকার মামলা করেছেন অভিনেতা।
তবে বলিউডে যশের জার্নি কেমন হয় তা দেখার জন্য মুখিয়ে রয়েছে তার ভক্তরা। একুশের বিধানসভা ভোটে রাজ্যে গেরুয়া শিবিরের হয়ে দাঁড়িয়েছিলেন যশ দাশগুপ্ত, তবে তিনি হেরে গেছেন এবং বর্তমানে রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে অভিনয়ে মন দিয়েছেন।