- Advertisement -

অক্ষত অবস্থাতেই রয়েছে চন্দ্রযান-২-এর ল্যান্ডার,চাঁদের বুকে হার্ড ল্যান্ডিং হয়েছে বিক্রমের’ এরকমই জানালো সোমবার চন্দ্রযান-২-এর সঙ্গে থাকা এক ইসরোর আধিকারিক। আশঙ্কায় ছিলো সবাই কারণ মনে করা হচ্ছিল হার্ড ল্যান্ডিং এর পরই ভেঙে গুঁড়িয়ে যাবে বিক্রম তবে তা হয়নি অর্বিটারের পাঠানো ছবিতে বিক্রমের কোনও অংশকে আলাদা বা টুকরো হতে দেখা যায়নি ফলতই চাঁদের এক অংশে হেলে অবস্থান করেছে বিক্রম।
চাঁদের দক্ষিণ মেরুর যে দূর্গম অংশ সেখানেই প্রথম নামার কথা ছিল বিক্রমের। দক্ষিণ মেরুর দুটি গহ্বরের (ম্যাঞ্জিনাস সি এবং সিম্পেলিয়াস এন)এর মাঝেই অবতরণের কথা ছিল বিক্রমের তবে ইসরো সূত্রে খবর, পূর্ব পরিকল্পিত ল্যান্ডিং পয়েন্টের অনেক কাছেই এখন ল্যান্ড করেছে বিক্রম। ইসরো প্রাণপণে চেষ্টা চালাচ্ছে ল্যান্ডারের সাথে যোগাযোগের।
আরোও পড়ুন :