তৃণমূলের বর্তমান সেনাপতির নাম অভিষেক বন্দোপাধ্যায়। মমতা বন্দোপাধ্যায়ের দেখানো পথেই নিজের রাজনৈতিক কেরিয়ার গড়েছেন অভিষেক। ২০২১ এর বিধানসভা ভোটে অভিষেকের রাজনৈতিক বিচক্ষণতা দেখে অবাক হয়েছিলেন দলের প্রবীণ নেতারাও। গোটা তৃণমূল কংগ্রেস এখন অভিষেক বন্দোপাধ্যায়কে নিজেদের সেনাপতি হিসেবে স্বীকার করে নিয়েছেন।
আর এবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে দেশের সমস্ত লোকসভা কেন্দ্রের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি দাবি করলেন ডায়মন্ড হারবারের মত উন্নয়ন দেশের কোন লোকসভা কেন্দ্রে হয়নি। গোটা দেশের তাবড় তাবড় রাজনীতিবিদদের চ্যালেঞ্জ করলেন অভিষেক। সেইসাথে বিজেপিকে নিশানা করলেন।
এদিন ডায়মন্ড হারবাররে প্রত্যেক বাড়িতে আর্সেনিক দূষণ মুক্ত জল পৌঁছানোর প্রকল্পের উদ্বোধন করেন অভিষেক। তিনি দাবি করেছেন আগামী ১৮ মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে এবং সমস্ত বাড়িতে নলের মাধ্যমে আর্সেনিক মুক্ত জল পৌঁছে যাবে।
অভিষেক সোজাসুজি বলে দিয়েছেন কেউ যদি পুরসভার জলের লাইন কেটে আলাদা করে লাইন দেয় বা নিজেরা রংবাজি করে আগে জলের লাইন নিতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এর পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন কাজে কোন গাফিলতি যেন না হয় তাহলে একঘন্টার মধ্যে তার কাছে খবর চলে যাবে।
এর পাশাপাশি তিনি দাবি করেছেন বিরোধীদের বাড়িতে আগে জলের লাইন যাবে। তৃণমূল সরকার সবার সরকার। এই মন্ত্রকে সামনে রেখেই চব্বিশের লোকসভা ভোটে বাংলায় বিজেপিকে কাত করতে চায় তৃণমূল। অভিষেক যে তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে তা বলাই বাহুল্য।