খারাপ সময় থেকে বেড়িয়ে নিজের ভাগ্য ফেরাতে বা কোন গ্রহের অশুভ প্রকোপ থেকে রেহাই পেতে অনেকেই আঙ্গুলে নানা রত্ন ধারণ করে থাকেন। রত্ন পরিধান করলে খুব সহজেই খারাপ সময় থেকে বেড়িয়ে আসা যায় একথা অনেকেই মানেন। জ্যোতিষশাস্ত্রে রত্নের গুরুত্ব অসীম।
তাই আজো আমরা আপনাকে এমন এক রত্নের কথা বলবো যা পরিধান করলে খুব সহজেই নিজের ভাগ্যের চাকা বদলে ফেলতে পারবেন আপনি। বিশেষ করে চাকরিতে কোন সমস্যা বা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হলে অবিলম্বে আপনার এই রত্ন ধারণ করা উচিত।
এই রত্নটির নাম বাঘের রত্ন বা টাইগার স্টোন। নবরত্নের মধ্যে এর জায়গা না থাকলেও আপনার ভাগ্যের চাকা ঘোরানোর জন্য এই রত্ন বেশ উপকারী। কালো রঙের এই পাথরে রয়েছে হলুদ ডোরা কাটা দাগ যেমনটা বাঘের গায়ে দেখা যায়।
যে কোনও মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তর্জনী বা অনামিকাতে এই রত্ন ধারণ করে আপনি আপনার দুর্ভাগ্যকে বদলে ফেলতে পারেন সৌভাগ্যে।
যদি আপনি হঠাত করে ঋণগ্রস্থ হয়ে পড়েছেন বা আপনার ব্যবসায় বেশ কিছুদিন ধরেই ক্ষতি হচ্ছে তাহলে আর অপেক্ষা না করে ধারণ করুন এই রত্ন এবং বদলে ফেলুন নিজের ভাগ্যকে।