স্তনের ওজন ১০ কেজি বলে বিমান থেকে নাকি নামিয়ে দেওয়া হল মডেলকে!


জনপ্রিয় মডেল মেরি ম্যাগডালিন, তিনি সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নানারকম পোস্ট করে থাকেন এবং মডেলিংয়ের দুনিয়াতেও তিনি বেশ চর্চিত। তবে এবার এক অপ্রীতিকর ঘটনা ঘটে গেল মেরির সাথে।

- Advertisement -

কানাডার টরেন্টো থেকে আমেরিকার ডালাস অবধি আসার জন্য একটি বিমানে চেপেছিলেন মেরি। তবে তাকে উঠতে দেওয়া হয়নি বরং বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে বিমান ছাড়ার সময় বিমান সেবিকার কথা না শুনে হেডফোনে গান শুনছিলেন মেরি। সেইজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে মেরির দাবি তার শারীরিক গঠনের জন্যই এমন করেছে বিমান সংস্থা। আসলে মেরি প্লাস্টিক সার্জারির ভক্ত। নিজের শরীরে একাধিক সার্জারি করিয়েছেন তিনি। বর্তমানে সার্জারির ফলে তার স্তনের ওজন ১০ কেজি। যা এক কথায় অস্বাভাবিক।

বিমানে ওঠার সময় মেরির পড়নে ছিল স্পোর্টস ব্রা এবং লেগিংস। মেরির দাবি অন্য কোন মেয়ে যদি এমন করত তাকে কখনোই বিমান থেকে নামানো হতনা। তার শরীরের জন্যই তার সাথে এমন দুর্ব্যবহার করেছে বিমান সংস্থার কর্মীরা। কারোর শরীর দেখে তার সাথে দুর্ব্যবহার করার বিষয়টি মেরিকে বেশ কষ্ট দিয়েছে।

মেরি জানিয়েছেন এর বিরুদ্ধে তিনি আদালতে মামলা করবেন। তবে এখনও অবধি তিনি আইনি কোন ব্যবস্থা নিয়েছেন বলে জানা যায়নি। আগামী দিনে মেরি কি করেন সেটাই দেখার।

আরোও পড়ুন :