মূক ও বধির কিশোরীর অসহায়তার সুযোগ নিয়ে তাকে লাগাতার ধর্ষণ করলো এক যুবক। ঘটনাটি ঘটেছে খড়গপুর টাউন থানার ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটলমেন্ট এলাকায়। ধৃত যুবকের নাম কে অরবিন্দ। বয়স ২৪। কিশোরীর বয়স ১৫ বছর। ৮ বছর আগে তার মা মারা যায়, বাবাও কোন খোঁজ খবর নেয়না। মূক এবং বধির হওয়ার ফলে পরিবারের বাকি সদস্যদের কাছেও সে কিছুটা অবহেলিত। ঠাকুমার কাছেই বড় হচ্ছিল কিশোরী।
কিন্তু ঘটনাচক্রে কিশোরীর বাড়ির উল্টোদিকে অরবিন্দের যাতায়াত হয় সে কিশোরীকে লক্ষ্য করে এবং গত শনিবার বিকেল চারটে নাগাদ খাবারের লোভ দেখিয়ে কিশোরীকে বাইকে বসিয়ে তার বাড়ি থেকে কিছু দূরে একটি ফাঁকা পাম্প হাউসের মধ্যে নিয়ে যায় এবং সেখানে হাত, পা, মুখ বেঁধে ধর্ষণ করে নিশ্চিন্তে বাড়ি চলে যায়। রাতের বেলা কিশোরী কোনমতে নিজেকে মুক্ত করে বাড়ি গিয়ে ইশারায় তার সাথে হওয়া নির্যাতনের ব্যাপারে জানানোর পরেই কিশোরীর ঠাকুমা পুলিশের দ্বারস্থ হয়।
পুলিশ অরবিন্দকে গ্রেফতার করেছে। তবে স্থানীয় কিছু মানুষের দাবি পাম্প হাউসের চাবি অরবিন্দের হাতে কীভাবে এল, তাদের মতে ঘটনার সাথে অন্য কেউ জড়িত। পুলিশ ঘটনার তদন্ত করছে। গোটা ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে খড়গপুর পুরসভার চেয়ারপার্সন প্রদীপ সরকার বলেন, ‘দোষীদের কঠিন শাস্তি দেওয়া হোক। রেলের পাম্পহাউসের চাবি রেলকর্মীদের কাছেই থাকার কথা। তা কীভাবে বহিরাগতর কাছে যেতে পারে?’